দলত্যাগ করলেন ঝাড়গ্রামের জেলা সহ সভাপতি
নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ সোমবার দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতোকে লিখিতভাবে দল ছাড়া কথা জানিয়ে চিঠি দিয়ে বিজেপি দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সহ সভাপতি উৎপল দাস মহাপাত্র বিজেপি দল ছাড়লেন।
এরপর উৎপল দাস মহাপাত্র বলেন, “বহু আগে ভারতীয় জনতা পার্টির শুদ্ধিকরণ প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি আর হবে বলেও মনে হয় না। বিশেষ করে ঝাড়গ্রাম জেলায় দীর্ঘদিন স্বজনপোষণ ও লবিবাজির ফল আজ দলের কর্মীদের পেতে হচ্ছে। বিধানসভা নির্বাচনেও দলের আভ্যন্তরীণ পরিবেশ ভালো না থাকার প্রভাব পড়েছে।
অনেক আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। তবে দেরী করে হলেও সোমবার পদত্যাগ করলাম সেই সাথে দলত্যাগও করলাম। ব্যক্তিগত স্তরে মানুষের ভালোর জন্য সামাজিক দায়বদ্ধতা পালন করে যাব”।
এর পাশাপাশি তিনি আরো বলেন যে, “তার সাথে বিজেপি দলের আর কোনো সম্পর্ক রইল না। কিন্তু তিনি অন্য কোনো দলে যোগ দেবেন কিনা তা এদিন পরিষ্কার করে জানাননি”।
বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির প্রভাবশালী নেতা বিজেপি দল ছেড়ে দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করায় ঝাড়গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ করা যায় যে নয়াগ্রামে বিজেপিকে শক্তিশালী করে তোলার জন্য উৎপল দাস মহাপাত্রের অবদান বিজেপি কর্মীরা কেউ ভুলে যাবে না।তাই উৎপল দাস মহাপাত্র দল ছেড়ে দেওয়ার নয়া গ্রামের বিজেপি কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।