বুদ্ধদেব পাত্রঃ পুরুলিয়াঃ হোলির দিনে ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ পিকেটিং পুরুলিয়ার ঝালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডে।
https://www.youtube.com/watch?v=RGLxmcSM8oQ
জানা যায়, গত ২৯ শে মার্চ হোলির দিন হোলিকে ঘিরে একটি শোভাযাত্রায় ডি জে বাজানোকে কেন্দ্র করে পুরুলিয়ার ঝালদা শহরের ৮ ও ২০ নম্বর ওয়ার্ডের মধ্যে প্রচণ্ড ঝামেলা বাধে। যার জেরে পরের দিন ৩১ শে মার্চ রাতেও পুনরায় ঝামেলা হয়। এমনকি আজও এলাকা জুড়ে তার রেশ অব্যাহত রয়েছে। উত্তেজনা ঠেকাতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
যদিও এখনো অবধি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ পিকেটিং বসানোর পরে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বর্তমানে এলাকার মানুষ চাইছেন “শান্তি ফিরে আসুক এলাকায়”।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code