নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার টিকিয়াপাড়ায় শ্রীনাথ লেনে শিশু খুনের ঘটনায় গ্রেফতার শিশুর জেঠিমা। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত সোমবার শ্যামা পারভিন জেলা হাসপাতালে একটি পুত্রসন্তানের জন্ম দেন। বুধবার হাসপাতাল বাড়ি ফিরেছিলেন। আর শুক্রবার নিজের ঘরে ঘুমোনোর সময় শিশুটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। শনিবার বাড়িরই জলের ট্যাঙ্ক থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের পর শিশুটির জেঠিমার উপর সন্দেহ হওয়ায় তাকে আটক করেন। আর রবিবার গ্রেফতার করা হয়েছে। শিশুটির জেঠিমার নামও শ্যামা পারভিন। সম্প্রতি শ্যামা দেবীর স্বামীর মৃত্যুর পর সে দেওর মহম্মদ সুলতানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সুলতানের বিয়ে ও সন্তান হওয়ার পর আশঙ্কায় ভুগছিলেন।
সে বিয়ে করুক কিংবা কোনো সন্তান হোক তা কোনোভাবেই চাননি। শ্যামা দেবী চেয়েছিলেন সুলতানের সব সম্পত্তি যেন তার সন্তান পায়। তাই আক্রোশ এবং সন্দেহের বশে ছোট্টো দুধের শিশুকে বাড়ির জলের ট্যাঙ্কে ফেলে মেরে ফেলেন। জিজ্ঞাসাবাদে এই সব কথাই স্বীকার করে নিয়েছেন।