নিজস্ব সংবাদদাতাঃ জম্মুঃ উপত্যকাবাসীর দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি হওয়া প্রাকৃতিক দুর্যোগ কাটতে না কাটতেই আবার ভারী বৃষ্টিতে জম্মু বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বৃষ্টির জেরে জম্মুর ডোডা জেলায় ধসও নামে। এই ঘটনায় ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার পথে ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
মাতা বৈষ্ণবদেবী শ্রাইন বোর্ডের তরফে এক্স হ্যান্ডলে বলা হয়েছে, “ভারী বৃষ্টির জেরে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার পথে ইন্দ্রপ্রসস্থ ভোজনালয়ের সামনে ধস নামে। এই ঘটনায় ছ’জনের মৃত্যু হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশাসনের তরফে উদ্ধার কাজ চলছে। আপাতত বৈষ্ণবদেবী যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “ধসের জেরে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। বাড়ি ভেঙে দু’জনের মৃত্যু হয়েছে ও হড়পা বানে দু’জনের মৃত্যু হয়েছে। মেঘভাঙা বৃষ্টির কথাও জানা গিয়েছে। এছাড়া একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় নদীর ধারে বসবাসকারীদের সরে যেতে বলা হয়েছে।
এই ভারী বৃষ্টির জেরে ২৪৪ জাতীয় সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে কিস্তওয়ার এবং ডোডার মধ্যে যোগাযোগকারী এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই প্রসঙ্গে জানান, “জম্মুর কয়েকটি এলাকার পরিস্থিতি উদ্বেগজনক। তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন। এদিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চপর্যায়ের বৈঠকও করা হয়। সেনা উদ্ধারকাজে নেমেছে।” এদিকে, আবহাওয়া দপ্তর জম্মুতে আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল। তার দিন তিনেক পর মেঘভাঙা বৃষ্টিতে ধস নেমে কাঠুয়ায় আবার কয়েকজনের প্রাণ যায়।
Sponsored Ads
Display Your Ads Here