মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। এরই মধ্যে সন্ধ্যায় দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড় ইস্তফা দিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে নিজের পদত্যাগের কথা জানানো হয়েছে। এদিন সকালবেলাও জগদীপ ধনখড়কে রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে।

তিনি পদত্যাগের কারণ হিসেবে নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করে চিঠিতে লিখেছেন, ‘পরামর্শ মেনে নিজের স্বাস্থ্যে নজর দেওয়ার জন্যই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন।’ অর্থাৎ আগামীকাল থেকেই আর দায়িত্বে থাকছেন না। আর দায়িত্বে থাকাকালীন জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য মন্ত্রীদের সমর্থন পেয়েছেন কিভাবে সে কথাও চিঠিতে উল্লেখ করে লিখেছেন, “যে আন্তরিকতা পেয়েছি, যেভাবে আমার উপর আস্থা রাখা হয়েছে, তা আমার সারাজীবন মনে থাকবে। আমি উপরাষ্ট্রপতি হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ।”

জগদীপ ধনখড় চিঠিতে এও বর্ণনা করেছেন যে, তিনি ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নের সাক্ষী থেকেছেন কিভাবে। উল্লেখ্য, এক সময় জগদীপ ধনখড় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। পরে রাজনীতিতে প্রবেশ করেন। ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন। এরপর ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেন। আর ২০২২ সালে রাজ্যপাল পদে ইস্তফা দিয়ে উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন। চলতি বছরের মার্চ মাসে জগদীপ ধনখড় হৃদরোগজনিত সমস্যার কারণে এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031