নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আগামী ১০ ই আগস্ট বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন। ১৯ শে জুলাই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
আর ৬ ই আগস্ট নির্বাচন হবে। জগদীপ ধনখড়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তাঁকে এনডিএ শিবির থেকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী করা হয়েছে।
এরপরই গতকাল বাংলার রাজ্যপাল পদে ইস্তফা দেন। উল্লেখ্য, পেশায় আইনজীবী প্রাক্তন সাংসদ জগদীপ ধনখড় ২০১৯ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কিন্তু তারপর থেকেই নানা বিষয়ে বাংলার সরকারের সঙ্গে জগদীপ ধনখড়ের সঙ্ঘাতের পরিস্থিতি তৈরী হয়।