অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের যাদবপুর মেইন হস্টেলে র্যাগিংয়ের শিকার স্নাতকোত্তরের এক জন ছাত্র। এবার ওই ছাত্রকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। এমনকি তার মাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৎপর হয়েছে। আর তদন্ত কমিটি তৈরী করেছেন।
জানা গেছে, নিগৃহীত ছাত্র ফিল্ম স্টাডিজ বিভাগের পিজি দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ছাত্রের দাবী, ”৯ ই আগস্ট স্বপ্ননীলের মৃত্যুর পর থেকে র্যাগিং বিরোধী অ্যাক্টিভিটি করে চলেছে। আর এই মৃত্যুর সঙ্গে জড়িত কয়েকজনের নাম নিয়ে ফেসবুকে একটি পোস্ট লিখেছিল। তা থেকেই সমস্যার সূত্রপাত। ওই ক্ষোভ থেকে নতুন করে নিগ্রহ শুরু হয়েছে। পুরোনো পোস্টকে সরিয়ে নতুন করে পোস্ট লেখাতেও বাধ্য করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন মেইন হস্টেলে এক জন পরিচিতের সাথে কথা বলতে গেলে সেখান থেকে বেরনোর পর র্যাগার গোষ্ঠীর লোকজন চড়াও হয়। আর তার মাকে ধর্ষণের হুমকি অবধি দেওয়া হয়।” এরপর ওই ছাত্র র্যাগিংয়ের অভিযোগ উপাচার্য, সহ উপাচার্য, অ্যান্টি র্যাগিং সেলের প্রধান সহ একাধিক কর্তা ব্যক্তিকে মেইল করে জানিয়েছে। র্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পরই কর্তৃপক্ষ তৎপর হয়েছে। আর উপাচার্য তদন্ত কমিটি তৈরী করেছেন। আর ওই ছাত্রের বয়ানও রেকর্ড করা হবে। উল্লেখ্য, এই নিগৃহীত হওয়া ছাত্রই ব্রাত্য বসুর গাড়িতে হামলার দিন সেখানে সক্রিয় ভূমিকায় ছিল।
Sponsored Ads
Display Your Ads Here