অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ চতুর্থীর সকালবেলা শরৎ এর আকাশ ঝকঝকে পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মুখ ভার হতে পারে। এদিন কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এদিন সারা দিন ধরেই বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তমী থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অষ্টমী ও নবমীতেও এই রেশ থাকবে। আর বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্তের জেরে রবিবার এবং সোমবার মূলত দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহবিদরা জানান, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ক্রমশই ঘনীভূত হয়ে শক্তি বাড়াচ্ছে। যার জেরেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতএব বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখার আনন্দও মাটি হতে পারে।