নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ দীর্ঘদিন থেকেই উত্তরপ্রদেশের অযোধ্যার বহু বিতর্কিত জমিকে কেন্দ্র করে দীর্ঘ মামলা চলার পর সেখানে রামমন্দির নির্মাণের নির্দেশ আসে। আর সেই নির্দেশ অনুযায়ী রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়।
 
সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত ২০২১ সালেও রামমন্দির ভক্তদের জন্য খুলছে না। নির্মাণ কাজের উদ্যোগ শুরু হলেও এই নির্মাণকার্য সম্পন্ন হতে আরো প্রায় দু’বছর সময় লাগবে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
অতএব অযোধ্যার রামমন্দির ভক্তদের জন্য ২০২৩ সালের শেষের দিকে খুলে যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
				 
								 
															













