চয়ন রায়ঃ কলকাতাঃ ২১ শে জুলাই উপলক্ষে ধর্মতলায় তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন উপস্থিত হচ্ছেন তেমনই টলিউডের ছোটো পর্দা থেকে বড়ো পর্দার একাংশ অভিনেত্রীদেরও দেখা যাচ্ছে। একসময় বিজেপিকে সমর্থন করা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এদিন মঞ্চে তৃণমূলে যোগ দিলেন। এদিকে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও এসেছেন। এছাড়াও তৃণা সাহা, দেবলীনা কুমার, সৌমিতৃষা কুন্ডু, সোহম চক্রবর্তী সহ প্রমুখ জনপ্রিয় ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন।
আম জনতা থেকে সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় পৌঁছে যান। এরপর শহিদ বেদীতে মাল্যদান করে মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম করলেন।
এদিন মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যের পরেই গান গাওয়ার জন্য নচিকেতা চক্রবর্তীকে ডাকা হয়। ইন্দ্রনীল সেন সভামঞ্চে দাঁড়িয়ে জানান, “প্রতিবাদের গান গাওয়ার জন্য নচিকেতাকে ডাক দিচ্ছি।” তারপর নচিকেতা পরনে কালো পাঞ্জাবী, গলায় সাদা-কালো উত্তরীয় পরে সভামঞ্চে উপস্থিত হয়ে গান ধরেন, “যখন সময় থমকে দাঁড়ায়….” সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “সকলে গান আমার সঙ্গে, স্বপ্ন দেখে মন….”
Sponsored Ads
Display Your Ads Here
গান গাওয়ার পরে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তাঁর হাত ধরে অভিবাদন জানান। এরপরেই ফিরহাদ হাকিমের পাশে গিয়ে বসেন। এদিকে, এদিনের মঞ্চে পহেলগাঁওয়ে নিহত বাঙালীদের পরিবারগুলির সদস্যরা উপস্থিত ছিলেন। নদীয়ার তেহট্টের নিহত সেনা ঝন্টু শেখের বাবা, পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর মা-বাবাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানান। এছাড়া পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইয়ে যে ঝন্টু আলি শেখ শহিদ হন। সেই ঝন্টু আলি শেখের বাবাকেও স্বাগত জানান।