Indian Prime Time
True News only ....

জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হাতির সামনে পড়তেই সব শেষ

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল জলপাইগুড়ির মালবাজারে জঙ্গলে জ্বালানী কাঠ সংগ্রহে গিয়ে হাতির আক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। আর ২ জন আহত হয়েছেন। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের ষোলোঘড়িয়া এলাকায় আনন্দপুর চা বাগানের খাল লাইনের বাসিন্দা রাজেন ওরাওঁ জঙ্গলের ভিতরে জ্বালানি কাট সংগ্রহে গিয়েছিলেন। বছর বাহান্নর রাজেন আচমকা হাতির মুখোমুখি পড়ে যান। পালাতে পারেননি। তাঁকে শুঁড়ে তুলে আছাড়া মারে হাতি। ঘটনাস্থলেই রাজেন ওরাওঁয়ের মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ক্রান্তি থানার পুলিশ-সহ বনকর্মীরা আসেন। এদিন বিকেলে আবার উত্তর বারঘরিয়া আফালচাঁদ এলাকার বাসিন্দা সোফিয়ার রহমান জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে হাতির মুখোমুখি পড়ে যান। বছর পঞ্চাশের সোফিয়ারকেও আছাড় মারে হাতি। তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রফিকুল মহম্মদ জানান, জঙ্গলের ভিতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সোফিয়ার রহমানের মৃত্যু হয়। তাঁর সঙ্গে আরও দু’জন মহিলা ছিলেন। হাতির হামলায় দু’জনেই গুরুতর জখম হন। একজনের হাত এবং একজনের পা ভেঙে যায়। তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাতির হামলায় পরপর মৃত্যুর ঘটনার পর সতর্ক হয় বনবিভাগ। আফালচাঁদ বনবিভাগের পক্ষ থেকে জনসাধারণকে জঙ্গলে প্রবেশে না করার জন্য সতর্ক করা হচ্ছে। এই নিয়ে মাইকে প্রচারও করা হচ্ছে।

দুটি ঘটনাস্থলে ক্রান্তি থানার পুলিশ পৌঁছায়। এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুটি মৃত্যুর ঘটনা জঙ্গলের ভিতরে ঘটেছে। তাই বনবিভাগ থেকে কোনও সহযোগিতা করা হবে না বলে জানা গিয়েছে। এদিনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Get real time updates directly on you device, subscribe now.