নিজস্ব সংবাদদাতাঃ কালিম্পংঃ প্রবল বৃষ্টির জেরে কালিম্পং এর শ্বেতীঝোরায় ধস নামলো। মাটি আলগা হয়ে বোল্ডার পড়ে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে কালিম্পং ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, গতকাল রাতেরবেলা জাতীয় সড়কের উপরে বিস্তীর্ণ এলাকায় ধস নামার ফলে একটা বড়ো এলাকা জুড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এরপরেই পুলিশের কাছে খবর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বোল্ডার সরানোর কাজ শুরু করা হয়েছে। কিন্তু এই কাজ কখন শেষ হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
প্রশাসনের তরফ থেকে পর্যটকদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে যে সিকিম থেকে কালিম্পংয়ের দিকে আসা পর্যটকরা যেন দশ নম্বর জাতীয় সড়কের পরিবর্তে রংপো-মুনসং-লাভা-গরুবাথান হয়ে আসেন। আর বাকিদের পেশোক-দার্জিলিংয়ের পথ ধরে যাতায়াত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, সম্প্রতি প্রবল বৃষ্টিতে ধসের কারণে হিমাচল প্রদেশের কিন্নরে ন’জন পর্যটকের মৃত্যু হয়েছে। আরো তিন জন আহত হয়েছেন। বোল্ডারের আঘাতে একটি সেতুও ভেঙে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here