নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকে পুলিশের গাড়িতে দুর্ঘটনার ফলে তরুণ আইপিএস অফিসারের মৃত্যু হয়েছে। মৃত অফিসার হলেন ২৬ বছর বয়সী মহারাষ্ট্রের বাসিন্দা হর্ষবর্ধন। হর্ষবর্ধনের মৃত্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শোকপ্রকাশ করেছেন।
সূত্রের খবর, ২০২৩ সালের আইপিএস ব্যাচে ছিলেন। সম্প্রতি কর্নাটকের হাসান জেলায় প্রথম পোস্টিং পেয়েছিলেন। চার সপ্তাহ ধরে মাইসুরুতে চলেছে তাঁর প্রশিক্ষণ। সোমবার সহকারী পুলিশ সুপার হিসাবে দফতরে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তার আগে রবিবারই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। পুলিশের গাড়িতে চড়েই হাসানে নিজের দফতরের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই আইপিএস। প্রথম চাকরি, প্রথম দায়িত্ব নিয়ে উৎসাহী ছিলেন। কিন্তু হাসান-মাইসুরু হাইওয়ের উপর আচমকা তাঁর গাড়ির চাকা ফেটে ওঠে প্রচণ্ড শব্দে। চাকা ফেটে যাওয়ায় গাড়ি আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক।
Sponsored Ads
Display Your Ads Here
রাস্তার ধারে একটি বাড়ি এবং একটি গাছের সঙ্গে পর পর ধাক্কা খায় আইপিএসের গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত তুবড়ে যাওয়া গাড়ি থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মাথায় আঘাত লেগেছিল। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় ওই গাড়ির চালকেরও চোট লেগেছিল। কিন্তু তাঁর চোট তেমন গুরুতর নয়। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘‘দীর্ঘ বছরের পরিশ্রমের পর যুবক সাফল্য পেয়েছিলেন। এত দিন পর তাঁর স্বপ্নপূরণ হয়েছিল। এটা হওয়া উচিত ছিল না। এই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’’
Sponsored Ads
Display Your Ads Here