নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ৩০ শে জুন অবধি আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু করোনা আবহের জেরে আবারও আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। আজ DGCA (The Directorate General of Civil Aviation) এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত ভারত থেকে কোনো আন্তর্জাতিক বিমান উড়বে না। এছাড়া ভারতে কোনো আন্তর্জাতিক বিমান অবতরণ করতে পারবে না।
সমগ্র দেশ জুড়ে করোনা দ্বিতীয় ঢেউ বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে করোনার দ্বিতীয় ঢেউ পুরোপুরি শেষ হয়নি। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করেছেন নির্দিষ্ট নিয়ম মেনেই এই করোনা অতিমারীর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা প্রশমিত হলেও করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাতে শুরু করেছে।
ইতিমধ্যেই কেরল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ তামিলনাড়ুতে করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসের অস্তিত্ব ধরা পড়েছে। ডেল্টা প্লাসের জেরে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই করোনার প্রজাতি কতোটা সংক্রমণ ঘটাতে পারে তা নিয়ে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা চলছে।