বাপি রায়ঃ কলকাতাঃ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন এদিন কালীঘাটে ডিএসও কর্মীরা বিক্ষোভ দেখান। অন্য দিকে সল্টলেকের করুণাময়ীতে বিজেপি কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। গোটা ঘটনায় হাজরা এবং সল্টলেকের করুণাময়ী এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিন হাজরার রাস্তায় ডিএসও কর্মী সমর্থকরা এসএসসি নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখালে পুলিশ সেই মিছিলে বাধা দিলে পুলিশ ও বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি শুরু হতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। এছাড়া আজ ফের সিবিআই এসএসসি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশচন্দ্র অধিকারীকে তলব করে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের হেফাজত থেকে রক্ষা পেতেই তাঁর আইনজীবী আদালতে আবেদন করেন। এর পাশাপাশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা ও মন্ত্রীত্ব পদ ছেড়ে দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার আবেদনও জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রেক্ষিতে এদিন দুপুরবেলা বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলের বিরুদ্ধে জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here