নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ একই এলাকার বাসিন্দা এক যুবক ও এক নাবালিকার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় নদীয়ার হাঁসখালি থানার ছোট ব্রিজ হাসপাতাল পাড়া এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃত যুবকের নাম কার্তিক বিশ্বাস। বয়স ২৬ বছর। ও নাবালিকার নাম মুন্নী দাস। বয়স ১৬ বছর।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে খাবার জন্য মুন্নীকে ডাকা হলে ঘর থেকে কোনো আওয়াজ না পেয়ে ঘরের ভেতরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। কিন্তু কি কারণে আত্মঘাতী হলো সেই বিষয় কিছু বুঝে ওঠার আগেই জানা যায় যে মুন্নীর মৃত্যুর খবর পেয়ে পেশায় ইমারত শ্রমিক কার্তিক নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে স্থানীয়দের অনুমান মুন্নি এবং কার্তিকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি উভয়ের মধ্যে মনোমালিন্যতা তৈরী হওয়ার কারণেই মুন্নি আত্মহত্যা করায় কার্তিকও সেই খবর পেয়ে আত্মহননের পথ বেছে নেয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here