নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ একটানা প্রবল বৃষ্টিতে বিভিন্ন বাঁধ ভেঙে যাওয়ায় ডিভিসির জল ছাড়ার ফলে নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া হরিপুরের বেশ কিছু চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি গ্রামে যাওয়ার প্রধান রাস্তাও ডুবে গেছে। আর গতকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেও ট্যাপ কলের জল খুললে হু করে গঙ্গার জল পড়ছে
গত শনিবার থেকে পরিস্রুত পানীয় জলের পরিবর্তে এই ঘোলা জলে এখানকার এলাকাবাসীরা নাজেহাল হয়ে পড়েছে। পানের উপযোগী তো নয়ই বরং এলাকাবাসীরা স্নান বা গৃহস্থালীর অন্যান্য কাজকর্ম করতেও আশঙ্কা বোধ করছেন।
গতকাল বিকালবেলা শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে গাড়ি করে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে এই ধরনের সমস্যা তৈরী হয়েছে। আজ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ ও সরকারী প্রশাসক শুভজিত্ দে জানান, “এই বিষয়টি তত্পরতার সাথে দেখা হচ্ছে”।
যদিও দু’দিন থেকে পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পৌরসভার উদাসীনতা নিয়ে যথেষ্ট সমালোচনা হতে শুরু করেছে।