নিজস্ব সংবাদদাতাঃ ভোপালঃ মধ্যপ্রদেশের নীমচ জেলায় চারদিক জলে থই থই। কোনটা রাস্তা বোঝার উপায় নেই। এমত অবস্থায় প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল কিন্তু এত জল পেরিয়ে অ্যাম্বুলেন্স সময়মতো সেখানে পৌঁছাতে না পারায় স্থানীয় প্রশাসন জেসিবি এনে প্রসূতিকে সময় মতো হাসপাতালে পৌঁছে দেয়।
প্রসঙ্গত, গত কয়েক দিনের বৃষ্টিতে পুরো জেলা জলে ভাসছে। এরই মধ্যে ওই জেলারই রাওয়াতপুরা গ্রামেরই এক জন মহিলার প্রসব বেদনা উঠেছিল। তবে অ্যাম্বুলেন্স না আসতে পারার ফলে ওই মহিলার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। আর এই পরিস্থিতির কথা বিধায়ক ও পুলিশের কাছে পৌঁছাতেই তারা তৎপর হয়ে ওঠেন।
বিধায়কের তত্ত্বাবধানে পুলিশ এবং স্থানীয় প্রশাসন তৎক্ষণাৎ একটি জেসিবির ব্যবস্থা করে গ্রাম থেকে ওই মহিলাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয়। প্রশাসনের এই মানবিক ভূমিকায় গ্রামবাসী সহ ওই মহিলার পরিবার অত্যন্ত খুশী। যদিও প্রবল বৃষ্টির জেরে রাজ্যের ২৯ টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।