Indian Prime Time
True News only ....

প্রয়াত হলেন ‘সিআইডি’ খ্যাত ইনস্পেক্টর ফ্রেডরিক্‌স

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ মুম্বইয়ের হাসপাতালে লিভার ফেলিওরের জেরে মৃত্যু হয় হিন্দি টেলিভিশনের অভিনেতা দীনেশ ফড়নিসের। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৭ বছর। দীনেশ ফড়নিস জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’-তে ইনস্পেক্টর ফ্রেডরিক্‌সের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যু খবরে হিন্দি টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রের খবর, বেশ কিছু দিন থেকেই দীনেশ ফড়নিস অসুস্থ ছিলেন। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক থাকায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু এদিন শেষমেশ মৃত্যু হলো। হাসপাতাল সূত্রে খবর, দীনেশ ফড়নিসের যকৃৎ বিকল হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিপি সিংহের পরিচালনায় ‘সিআইডি’ সিরিয়ালটি চালু হয়। যেখানে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে শিবাজি সাটম অভিনয় করেন। দয়ার চরিত্রে দয়ানন্দ শেট্টি অভিনয় করেন। আর ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে দীনেশ ফড়নিস অভিনয় করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালটিতে একাধিক চরিত্র এসেছে, আবার চলেও গিয়েছে।

তবে শিবাজি সাটম, দয়ানন্দ শেট্টি ও দীনেশ ফড়নিসের জনপ্রিয়তা অটুট। তিনি ‘সিআইডি’ সিরিয়ালটি শেষ হোয়ার পর অভিনয় ছেড়ে মারাঠি ছবির চিত্রনাট্য লিখতে শুরু করেছিলেন। তবে আর তা হলো না।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored