পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ ভোররাতে দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীর রাধাবল্লভপুরে হগোল নদীতে ধস নামায় বাঁধ ভেঙে গ্রামের মধ্যে হু হু করে জল প্রবেশ করতে থাকে। এর জেরে ২৯ টি বাড়ি একেবারে জলের নীচে নদীগর্ভে তলিয়ে গেলো।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরেই দ্রুত প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। প্রাণে রক্ষা পেলেও বাড়ির সমস্ত জিনিস খড়কুটোর মতো ভেসে গিয়েছে। কার্যত এক কাপড়ে ঘর ছেড়ে এখন সকলের রাস্তায় ঠাঁই হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রশাস্নের তরফে খবর পেয়ে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। স্থানীয়রাও এই উদ্ধারকার্যে এগিয়ে আসেন। বিধায়ক শ্যামল মণ্ডল ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্র দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয়দের তরফে অভিযোগ করা হয় যে, “এই বিপর্যয়ের জন্য একমাত্র জেলা প্রশাসনই দায়ী। বাঁধ মেরামতি না হওয়ার কারণে এই ভয়ানক পরিণতি ঘটেছে”।