Indian Prime Time
True News only ....

প্রায় দু’বছর শনিদেবের রোষ চলবে এই রাশির জাতক-জাতিকাদের উপর

মিনাক্ষী দাসঃ শনি গ্রহকে ন্যায়ের গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। যা মানুষকে কর্মের ভিত্তিতে ফল দেয়। তাই শনি গ্রহকে কর্মকারক গ্রহ বলা হয়। এটি মকর ও কুম্ভ রাশির মালিকানাধীন। এটি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনিদেব আড়াই বছর এই রাশিতে থাকেন। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে।

১৭ ই জানুয়ারী শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করেছিলেন। আর ২০২৫ সালের ৩০ শে মার্চ অবধি এই রাশিতে থাকবেন। এরপর বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে। ১৭ ই জুন থেকে ৪ ঠা নভেম্বর ২০২৩ সাল পর্যন্ত শনি কুম্ভ রাশিতে বক্রী থাকবে। এরপর ৪ ঠা নভেম্বর থেকে মার্গী হয়ে যাবে।

তারপর ২৯ শে জুন ২০২৪ সাল থেকে ১৪ ই নভেম্বর ২০২৪ সাল অবধি শনি আবার পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শনির এই গতি নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শনির সাড়ে সাতি দ্বারা প্রভাবিতদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

শনিদেবের সাড়ে সাতি তিনটি পর্যায় রয়েছে যার মধ্যে দ্বিতীয় পর্বটি সবচেয়ে বেদনাদায়ক বলে মনে করা হয়। যা বর্তমানে কুম্ভ রাশির মানুষের ওপর চলছে। এই সময় থেকে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আগামী আড়াই বছর খুব সতর্ক থাকতে হবে।

প্রতিকার- কুম্ভ রাশির জাতক-জাতিকাদের প্রতি মঙ্গল এবং শনিবার হনুমানজীকে লাড্ডু অর্পণ করতে হবে। এছাড়া হনুমান চালিশা পাঠ করতে হবে। প্রতি অমাবস্যায় কুষ্ঠরোগীদের খাওয়াতে হবে। অভাবীকে কাপড় ও কালো ডাল দান করতে হবে। সন্ধ্যেবেলায় অশ্বথ গাছে জল, দুধ, মধু, চিনি, গুড়, মিষ্টি জল এবং গঙ্গা জলের সাথে কালো তিল নিবেদন করা উচিত।

Get real time updates directly on you device, subscribe now.