ব্যুরো নিউজঃ তাইওয়ানঃ সমগ্র দেশে গত প্রায় দুই মাসে কোনো করোনা সংক্রমণ ঘটেনি। কিন্তু হঠাৎ তাইওয়ানে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু যে প্রথম সংক্রমিত হয়েছেন তার কোনো রকম বিদেশ সফরের ঘটনা নেই।
এদিকে এক তরুণী তাইওয়ানের শীর্ষ স্থানীয় গবেষণা সংস্থা ‘অ্যাকাডেমিয়া সিনিকায়’ কাজ করতেন। চলতি সপ্তাহে ওই তরুণীর করোনা পজ়িটিভ হয়েছে। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী চেন শি-চুং বলেছেন, “নভেম্বর মাসের মাঝামাঝি ওই যুবতী এই গবেষণাগারে কাজ করতে গিয়ে সংক্রমিত হয়েছিলেন। মডার্নার কোভিড টিকার দু’টি ডোজ়ই নেওয়া ছিল। সন্দেহ করা হচ্ছে, ডেল্টা স্ট্রেন”।
অন্য এক সরকারী কর্তা জানিয়েছেন, “সংক্রমিত তরুণীকে গবেষণাগারের একটি ইঁদুর কামড়েছিল। ইঁদুরটির শরীরে করোনাভাইরাস ছিল”। তরুণীর দেহে এই ইঁদুরের থেকে ভাইরাসের প্রবেশ ঘটেছে কি না এখনো তা জানা যায়নি। এর জন্য আরো তদন্তের প্রয়োজন আছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ওই তরুণী সংক্রমণের বিষয়টি প্রকাশ্যে আসার আগে কমপক্ষে ৯৪ জনের সংস্পর্শে এসেছিলেন। ইতিমধ্যে সকলকেই কোয়রান্টিন করা হয়েছে। ৯৪ জনের মধ্যে ৮০ জন করোনা নেগেটিভ। ডিসেম্বর মাসে সংক্রমিত ওই তরুণী চাকরী থেকে ইস্তফা দিয়েছেন।
তাইওয়ানে আঠারোটি বায়োসেফটি লেভেল-৩ গবেষণাগার রয়েছে। সেখানে বহু ভাইরাস ও ব্যাকটিরিয়া নিয়ে কাজ হয়। মাইক্রোবায়োলজিক্যাল এবং ইমিউনোলজিক্যাল পরীক্ষা হয়। বিভিন্ন প্রাণীর দেহে ভ্যাক্সিনের কার্যকারীতা পরীক্ষা করে দেখা হয়।
সূত্রের ভিত্তিতে এও জানা গিয়েছে, উহানের সি-ফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়াতে পারে। কারণ এই বাজারে একাধিক বন্যপ্রাণী বিক্রি হয়। বিজ্ঞানীদের একাংশ মনে করছেন যে, প্রথম এই বাজার থেকেই এই ভাইরাসটি হয়তো ছড়িয়ে পড়েছিল।