ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বিএনপির চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য আগামীকাল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ অনেকটাই পরিবর্তন হয়েছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে হত্যার ঘটনায় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা হয়েছিল। তবে খালেদা জিয়া অসুস্থ হওয়ার খবর সামনে আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। এমনকি ভারতের তরফে সব রকমের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছিল।

আজ খালেদা জিয়ার প্রয়াণে নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের একাধিক শীর্ষ নেতা শোকপ্রকাশ করেন। এদিকে, জয়শঙ্করের ঢাকায় গিয়ে খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এই শেষকৃত্যে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দারও যোগ দিতে চলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।

খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি জানিয়েছে, “দেশের শোকাবহ পরিস্থিতি এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজকের দু’টি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ দু’টি কবে হবে তা পরে জানানো হবে।” উল্লেখ্য, এদিন সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। বিএনপি নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ২টোয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার ব্যবস্থা করা হয়েছে। খালেদা জিয়াকে তা স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই কবর দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Sponsored Ads
Display Your Ads Here
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেশজুড়ে ছুটিও ঘোষণা করেছেন। দলের নেত্রীর প্রয়াণে বিএনপির পক্ষ থেকে সাতদিন ধরে শোকপালন করা হবে। সাতদিন সকলে কালো ব্যাজ পরবেন। দলীয় কার্যালয়গুলিতে কালো পতাকা ওড়ানো হবে।










