ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ রুশ সেনা ইউক্রেনের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আজ উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে যে, রুশ সেনার একটি বিশাল কনভয় উত্তর পশ্চিম কিয়েভের দিকে এগিয়ে চলেছে। শয়ে শয়ে ট্য়াঙ্ক, অ্যাটিলারি, আর্মারড ভেহিকেলস কিয়েভকে লক্ষ্য করে এগিয়ে চলেছে।
এ হেন এক তীব্র সংকটময় পরিস্থিতিতে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দুতাবাস টুইটের মাধ্যমে এদিন ভারতীয়দের ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়ার পরামর্শ দিলেন। তারা যেন কোনো উপায়ে ২৪ ঘ্নটার মধ্যে কিয়েভ ছেড়ে দেয়।
এখনো অবধি ইউক্রেন থেকে ৮ হাজার ভারতীয়দের ফেরানো হয়েছে। আর কমপক্ষে ১৬,০০০ হাজার ভারতীয় পড়ুয়া আটকে আছে। অনেকে পোল্য়ান্ড সীমান্তে চলে গেলেও বেশীরভাগই বাঙ্কার, বোম্ব শেল্টার ও মেট্রো স্টেশন আটকে রয়েছে। ফলে এত দ্রুত পড়ুয়ারা কিয়েভ ছাড়বে কিভাবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর জন্য ভারতীয় বায়ুসেনাকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। তাই এদিন থেকেই বায়ুসেনার সি-১৭ বিমান ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কাজ নামতে পারে। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমান রোমানিয়া ও হাঙ্গেরি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনছে।