নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভারত-পাকিস্তান অবিলম্বে সংঘর্ষ বিরতিতে রাজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করলেন। আমেরিকাই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেছে বলে দাবী। কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
আগেই ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন। উত্তেজনাপূর্ণ আবহে বিগত কয়েকদিন ধরেই মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের প্রতিনিধির সাথে কথা বলেছেন। আজও মার্কো রুবি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সাথে কথা বলেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
রাতভর দীর্ঘ আলোচনার পর দুই দেশ অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ দিয়ে জবাব দিয়েছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান লাগাতার হামলা চালাচ্ছে। পাঞ্জাব, রাজস্থান ও জম্মু-কাশ্মীরে ড্রোন এবং মিসাইল ছুঁড়েছে। তবে ভারত প্রতিটি হামলাই প্রতিহত করে পাল্টা পাকিস্তানকে জবাবও দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা নিয়ে বাকি দেশগুলিও ব্যাপক উদ্বেগে ছিল।
Sponsored Ads
Display Your Ads Here