নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল গভীর রাতেরবেলা মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের আটকাতে গিয়ে গুলি চালানোকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, এদিন অনুপ্রবেশকারীরা সীমান্তরক্ষীদের দিকে তেড়ে যায়। বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ চলে। বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বেশ ভিড় জমতে দেখেই সন্দেহ জাগে সীমান্তরক্ষীদের। কৌতূহলের বশেই সেই ভিড়ের দিকে এগিয়ে যায় প্রহরারত দুই রক্ষী। তারপরই তাদের উপর ঘন কুয়াশার মধ্যে থেকে চলে আক্রমণ। রক্ষীদের বন্দুক কেড়ে নেওয়া চেষ্টাও করে দুষ্কৃতীরা। কিন্তু ওই দুই জওয়ানকে বাগে পেলেও নিজেদের কার্য সিদ্ধি করতে পারেননি তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি চালায় দুই জওয়ান।
গুলির ভয়ে কাঁটা তারা পার করা ভুলে, প্রাণে হাতে নিয়ে পালায় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। পাচার কাজেই বাংলাদেশ থেকে কাঁটা তার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ওই অনুপ্রবেশকারীরা। এপারে আসার পরই তাদেরকে মদত দিতে সেখানেই দাঁড়িয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় সঙ্গীরা। কিন্তু পালে বাঘ পড়ে শীঘ্রই। অনুপ্রবেশকারীদের ফিসফিসে গলার শব্দ পেয়ে সেদিকে ছুটে যায় দুই জওয়ান, তাঁদের দিকে হামলা চালালেও, রক্ষীদের রুখতে ব্যর্থ হয় তারা। বাজেয়াপ্ত হয় কয়েকটি ধারালো অস্ত্র, নিষিদ্ধ কাশির সিরাপ ও কিছু গুরুত্বপূর্ণ নথি।
জানা গিয়েছে, মালদহের এই এলাকায় এখনও অস্থায়ী কাঁটাতার। তাই আপাতত রুটটিকেই অন্যতম ট্রানজিট রুট বানিয়ে ফেলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।