চয়ন রায়ঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস। ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত লাভ করেছে ৭৭ বছর। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগণার শিক্ষা নগরী নলেজ সিটিতে মহাসমারোহে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়ে গেল।
এদিন এম বি মেমোরিয়াল একাডেমী, দিল্লি পাবলিক হাই স্কুল নলেজ সিটি, ইয়াকুব আলী বি এড কলেজ সহ এ আর ল কলেজের ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা সহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া মগরাহাট এক নম্বরের বি ডি ও বাচিক শিল্পী মধুমিতা বসু উপস্থিত ছিলেন। সর্বপ্রথম নলেজ সিটির চেয়ারম্যান আঃ রব পতাকা উত্তোলন করেন।
সূচনা পর্বে প্রারম্ভিক ভাষণে তিনি স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মরণে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ছাত্র-ছাত্রীদের কর্তব্য তুলে ধরেন। পাশাপাশি বিনোদ রাম, ডঃ সুব্রত ঘোষ, ডঃ বিশ্বজিৎ চক্রবর্তী এবং মেহবুবা বেগম বক্তব্য রাখেন।