অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আচমকা আজ সাত সকালে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে আয়কর দপ্তর অভিযান চালায়। আর কেন্দ্রীয় বাহিনী বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে। তবে স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে একাধিক নথিপত্র সংগ্রহের চেষ্টা চলছে।
আয়কর দপ্তর সূত্রে খবর, এদিন সকালবেলা থেকে আয়কর দপ্তর কলকাতার মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে ‘ইডেন রিয়েল এস্টেট’ ও ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এই দুই সংস্থার বিরুদ্ধে চলা তদন্তের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বাড়িতে অভিযান চালানোর সূত্র কোথায় তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানানো হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here