Indian Prime Time
True News only ....

সদ্য তৃণমূলে আসা বিধায়কের রাইস মিলে অব্যাহত আয়কর দপ্তরের তল্লাশি

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ ২৪ ঘণ্টারও বেশী সময় পার হয়ে গেলেও এখনো বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তথা ব্যবসায়ী তন্ময় ঘোষের রাইস মিলে আয়কর দপ্তর তল্লাশি চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, আয়কর দপ্তর তন্ময় ঘোষের বাড়ি-অফিস, মদের দোকান ও রাইস মিলে অভিযান চালায়।

গতকাল ১১টা ৩০ মিনিট নাগাদ আয়কর দপ্তরের পাঁচ জন আধিকারিক বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুরে তাঁর একটি রাইস মিলে ঢোকেন। এরপর থেকে আর বেরোননি। আর বাইরে কেন্দ্রীয় বাহিনী গোটা রাইস মিল ঘিরে রেখেছে। জানা যায়, আয়কর দপ্তরের প্রতিনিধিরা রাইস মিলে লেনদেনের সমস্ত রকম নথি খতিয়ে দেখছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া নথি প্রসঙ্গে প্রশ্ন থাকলে তা রাইস মিলের কর্মীদের কাছেই জেনে নিচ্ছেন। এদিন সকালবেলা ৮টা ৩০ মিনিট নাগাদ তন্ময় ঘোষ নিজের রাইস মিলে এসে দুপুরবেলা ২টো ৪৫ মিনিট নাগাদ রাইস মিল থেকে বেরিয়ে যান। উল্লেখ্য যে, ২০১৫ সালে ব্যবসায়ী তন্ময় ঘোষ রাজনীতিতে যোগ দিয়ে বিষ্ণুপুর পুরসভার কাউন্সিলর হয়েছিলেন।

আর ২০২০ সালের মে মাসে বিষ্ণুপুর পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হলে তাঁকে প্রশাসকমণ্ডলীতে আনা হয়। পাশাপাশি, ওই বছরই বিষ্ণুপুর শহরের যুব তৃণমূলের সভাপতির দায়িত্বও দেওয়া হয়। কিন্তু ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা তৃণমূলের টিকিট না পাওয়ায় বিজেপিতে যোগ দেন। আর বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে জয় পান। কিন্তু চলতি বছর আগস্ট মাসে আবার তৃণমূলে ফেরেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored