অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাত পোহালেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। তবে মহালয়ার আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কিছু নামকরা বড়ো পুজো মণ্ডপগুলি উদ্বোধন করেন। এর মধ্যে শ্রীভূমি-টালা প্রত্যয়-হাতিবাগান সর্বজনীনের মতো পুজোগুলির উদ্বোধন করলেন।
আজ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় হাতিবাগান সর্বজনীনে পৌঁছে ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করেন। তবে মহলয়ার আগে পুজো উদ্বোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “কালকে মহালয়ার মাতৃ তর্পণ হবে। মাতৃ-তর্পণের আগে মাতৃ-মূর্তির উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজ আমি প্যান্ডেল উদ্বোধন করলাম।” এদিন পুজো প্যান্ডেলে মাঝে-মাঝে বাংলা গান বাজানোর আর্জিও জানিয়েছেন।
এদিকে, মহালয়ার আগেই পুজো উদ্বোধন করায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান। একটাই কথা বলব জাগো হিন্দু জাগো।” অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানালেন, “ওঁর উপর মহাদেবের ভরসা আছে। মমতার উপর ভরসা আছে বলেই তো দেবী দুর্গাকে মহাদেব মর্তে পাঠাচ্ছেন। মা দুর্গার এই জনপ্রিয়তা তৃণমূল দাবী করে তারাই করেছে। মমতাই ভগবান, আর ভগবানই মমতা। উনিই পঞ্জিকার উর্দ্ধে।”
Sponsored Ads
Display Your Ads Here