অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সাতসকালবেলা গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়ায় একটি বাড়ির ভিতরে থাকা স্পিকার তৈরীর কারখানায় আগুন লেগে ভয়াবহ বিপত্তি ঘটে। আপাতত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীরা বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে দমকল বিভাগকে খবর দেন। দমকলকর্মীরা খবর পেয়ে পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য শুরু হয়ে যায়।
কারখানায় আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, কারখানায় দাহ্য পদার্থ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটেছে। যদিও একটা বসত বাড়ির ভিতরে কারখানা চালানো হচ্ছিল কিভাবে সেই নিয়েও ইতিমধ্যে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে।