চয়ন রায়ঃ কলকাতাঃ আজ দুপুরে আচমকাই আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শাসক দলের পতাকা হাতে তুলে নেন। সেই সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন উপস্থিত ছিলেন।
সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদলের সময়ে বাবুল সুপ্রিয় মন্ত্রীত্ব পদ হারালে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি সাংসদ পদও ছেড়ে দেওয়ার কথা জানান। এরপরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জরুরী বৈঠকে বসেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর সেই বৈঠক থেকে বেরিয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, “রাজনীতি ছেড়ে দিলেও সাংসদ পদ ছাড়ছেন না। এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেবেন না”। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে উপর্যুপরি মানহানির মামলা করেছিলেন। কিন্তু আজ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগদান করে এক বড়োসড়ো চমক দিলেন বাবুল সুপ্রিয়।
Sponsored Ads
Display Your Ads Here