নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ দেশের অন্যতম ঐতিহ্য ‘ইন্ডিয়া গেট’। আর এই ‘ইন্ডিয়া গেট’কে সামনে রেখে মুর্শিদাবাদের কান্দি জেমো ইন্দ্রতলা দুর্গাপুজো কমিটির থিম ‘মাতৃ রূপে মা দুর্গা’। ৯০তম বর্ষে এই পুজো পদার্পণ করেছে। ১৯৩১ সালে প্যারিসের আর্ক দে ত্রিম্ফের আদলে নির্মিত ‘ইন্ডিয়া গেট’ স্যার এডউইন লুটিয়েনস নকশা করেন। আগে এর নাম ‘অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট’ ছিল।
প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধে নিহত নব্বই হাজার ভারতীয় সেনা-জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। আর এবার এই কমিটির উদ্যোগে ‘ইন্ডিয়া গেট’ এর আদলে এই মন্ডপসজ্জা তৈরী করা হয়েছে। এছাড়া মন্ডপে বিনয়, বাদল দীনেশের মূর্তি রাখা হয়। এমনকি, মন্ডপে একাধিক স্বাধীনতা সংগ্রামী মাষ্টারদা সূর্য সেন থেকে যতীন দাস এবং ননীবালা দেবীকে ফুটিয়ে তোলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
শিল্পী অসীম পালের হাতে এই দেবী মা দুর্গার মূর্তি ফুটে উঠেছে। পুজো কমিটির সদস্যরা জানান, ‘‘মা দুর্গার সাথে স্বাধীনতার যে সম্পর্ক, সেই সমস্ত কিছুই মণ্ডপে ফুটিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।’’ দুর্গাপুজো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সেল্টার দিয়েছে এবং ব্রিটিশদের কাছে আড়াল করে রেখেছিল। এই দুর্গাপুজোকে সামনে রেখেই স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে ভারত মাতাকে রক্ষা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here