শান্তিপুরে ভোটারদের ভোট না দেওয়ার হুমকি দেওয়া হয়
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ আজ পঞ্চম দফা ভোটের দিন সকাল সকাল টানটান উত্তেজনা। তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপির ৭১ নম্বর বুথের এজেন্টকে মারধরের হুমকির পাশাপাশি তাকে বুকের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বিধানসভা এলাকার হরনদী এমএসকে স্কুলে ঘটেছে।
এর পাশাপাশি চাঁদ কুড়িগ্রামের ২০০ জন হিন্দু ভোটার ওই ৭১ নম্বর বুথে ভোট দিতে যেতে পারছেন না। কারণ সকাল থেকেই তারা তৃণমূল দুষ্কৃতীদের হুমকির মুখে পড়ছে। তাদের হুমকি দেওয়া হয় যে ভোট দিতে গেলেই মারধর করা হবে।
বেলা ন’টা নাগাদ কেন্দ্র বাহিনীর জাওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছায়। আর বেশ কিছু ভোটারকে ভোট দিতে নিয়ে যায়। কিন্তু তবুও চাঁদ কুড়িগ্রামের ২০০ জন হিন্দু ভোটার ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন। ইতিমধ্যে শান্তিপুর ব্লকের ওই চাঁদ কুড়িগ্রামে শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এসে পৌঁছালেন। এরপর প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। তারপর বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রত্যেক ভোটারকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যান।