শালতোড়ায় বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার শালতোড়া বিধানসভা মেজিয়া থানা এলাকার কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্ট বুথে বসতে গেলে তাকে রাজ্য পুলিশের এক অফিসার সমেত বেশ কয়েকজন পুলিশকর্মী হেনস্থা করে শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ ওঠে।
আজ বাঁকুড়ার শালতোড়া বিধানসভা ২৪৭ কালিকাপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাধারণ ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ধমক দেয় ও শারিরীক ভাবে হেনস্থা করে বিজেপির পোলিং এজেন্ট সহ সাধারন ভোটারদের। পরে সেক্টর অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর এই ঘটনার কথা মানতে নারাজ সেক্টর অফিসার। তার দাবী, “জমায়েত করার কারণে পুলিশ এসে জনতাকে ছত্রভঙ্গ করেছে এর থেকে বেশী কিছু হয়নি”।