ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ আর জি কর মেডিকেল কলেজে জুনিয়র মহিলা চিকিৎসককে অমানবিক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গতকাল বাংলাদেশ গর্জে উঠলো। আর বাংলার ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচীর অনুকরণে এবার বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম রাত জাগল। আর দোষীদের শাস্তি ও নারী সুরক্ষার দাবীতে শ্লোগান তুললো।
সূত্রের খবর, গতকাল রাতেরবেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ডাকে ‘মেইফুয়া অক্কল রাইত দহল গরো’ (মেয়েরা রাত দখল করো) কর্মসূচী পালিত হয়। যেখানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা এই কর্মসূচীতে যোগ দিয়েছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচী পালন করা হয়। সকলেই পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয়েছিলেন। এছাড়া মোমবাতি জ্বালিয়েও প্রতিবাদ জানানো হয়। এদিনের প্রতিবাদ মিছিল দুই নম্বর গেট থেকে ষোলশহর অবধি যায়।
Sponsored Ads
Display Your Ads Here 
সব জায়গাতেই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বলা বাহুল্য যে, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ওই জুনিয়র চিকিৎসকের মৃত্যুতে গোটা দেশ তথা বিশ্ব শিউরে উঠেছে। আর যথাযথ বিচারের দাবীতে ফুঁসে উঠেছে। ফলে দেশ সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ জাতি-ধর্ম নির্বিশেষে সকলে একত্রে মিলিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। আর দিকে দিকে ধিক্কার রব উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
				
								
															











