নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আজ তামিলনাড়ুর তিরুপাথুরে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আর ৪০ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাসের মধ্যে একটি বাস কারাইকুডির দিকে যাচ্ছিল। অন্য বাসটি মাদুরাইয়ের দিকে যাচ্ছিল। কিন্তু তিরুপাথুরের কাছে বাস দু’টির সংঘর্ষ হতেই বাসের মধ্যেই যাত্রীরা আটকে পড়েন। এর জেরে স্থানীয়রাই প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের শিভাগঙ্গাই সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত চল্লিশ জনের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে এই দুর্ঘটনা কি কারণে ঘটেছে, তা এখনো জানা যায়নি। যদিও পুলিশ এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পাশাপাশি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সংশ্লিষ্ট রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।










