নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গত রবিবার গুজরাতের ভরুচ জেলার অঙ্কলেশ্বরের জিআইডিসি এলাকায় একটি ওষুধের কারখানা থেকে প্রায় চারশো কেজি মাদক উদ্ধার হয়েছে। বর্তমানে এই মাদকের বাজারমূল্য কমপক্ষে ১৪ লক্ষ ১০ হাজার টাকা। আপাতত এই উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় এক জন গ্রেফতার হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে জেলা এসওজি ও সুরাট পুলিশ যৌথ ভাবে ওই কারখানা থেকে ৪২৭ কেজি মেথামফেটামিন (এমডি) ড্রাগ উদ্ধার করে। আর এই অবৈধ মাদক পরীক্ষার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরীতে (এফএসএল) পাঠানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতারের পর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসেই অঙ্কলেশরের আরেকটি কারখানা থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার পাঁচশো কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনায় দিল্লির দু’জন ব্যক্তি সহ মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের আরো দু’জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here