Indian Prime Time
True News only ....

এবার তেল কিনলেই বিনামূল্যে ভরা যাবে টায়ারে গ্যাস

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকালের সংবাদপত্রের এক বিজ্ঞাপনী প্রচার দেখে মধ্যপ্রদেশের বালাঘাট শহরের বাসিন্দাদের অনেকেই রীতিমতো হকচকিয়ে গেলেন।

সেই সংবাদপত্রে হিন্দিতে লেখা ছিল যে মহারাষ্ট্রের গোন্ডিয়ায় তেলের দাম প্রতি লিটারে অন্তত ৪ টাকা কম। আর পেট্রল পাম্পের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তেল কিনলে নিখরচায় টায়ারে গ্যাস ভরা যাবে।

সমগ্র দেশ জুড়ে জ্বালানীর চড়া দাম। ছত্তীসগঢ় সহ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পেট্রোল প্রতি লিটারে ১২১ টাকা ছাড়িয়েছে। ডিজ়েল ১১০ টাকার কাছাকাছি। গুজরাত ও মহারাষ্ট্রের সাথে সীমান্ত লাগোয়া অঞ্চলেও পেট্রোল-ডিজেলের দাম প্রায় এরকম।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গোন্ডিয়ায় এক পাম্প মালিক সেই সমস্ত ক্রেতাদের নিজের পেট্রোল পাম্পে টেনে আনতে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। কিন্তু এই প্রচারে মধ্যপ্রদেশের পাম্প মালিকেরা তুমুল ক্ষিপ্ত হয়ে পড়েছেন।

মধ্যপ্রদেশের পাম্প মালিকেদের একাংশ জানান, “ইতিমধ্যেই রাজ্যে তেলের দামে ব্যবসা ধাক্কা খাচ্ছে। গুজরাত, ছত্তীসগঢ় এবং মহারাষ্ট্রে গিয়ে তেল কেনার প্রবণতা চিন্তা বাড়াচ্ছে। বহু গাড়ির চালকই মধ্যপ্রদেশে অল্প তেল কিনে অন্য রাজ্যে বেশীটা কিনছেন।

এর উপরে প্রতিবেশী রাজ্যের সীমান্তে ব্যানার টাঙিয়ে ও সংবাদপত্রে এভাবে প্রচার চালানো হলে ব্যবসা আরো শেষ হয়ে যাবে”।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored