নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল চার রাজ্যে পদ্মফুল ফোটার পর রাতেরবেলাই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আইসিকে বদলির নির্দেশ দেওয়া হলো। কিন্তু এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তুহিন বিশ্বাসের পরিবর্তে এবার নতুন আইসি হলেন সুমন রায়চৌধুরী।
দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতির মূল কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচন তারই একটি জ্বলন্ত প্রমাণ। যেখানে এক দিকে ছিলেন শুভেন্দু অধিকারী আর অপরদিকে তৃণমূল সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দু অধিকারী জয়ের শেষ হাসি হেসেছিলেন। বিজেপির এই রাজ্য জয়ের স্বপ্ন পূরণ না হলেও নন্দীগ্রামের জয় শাসক দলকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক সদ্য সমাপ্ত পুর নির্বাচনে লুঠ, ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বন্ধ ডেকেছিলেন। তখন অভিযোগ ওঠে যে, বিজেপির মহিলা এবং পুরুষ কর্মীরা সেই বন্ধে পথ অবরোধ করার সময় আইসি তুহিন বিশ্বাসের নেতৃত্বে নন্দীগ্রাম টেনগুয়া মোড়ে বিজেপি কর্মীরা পুলিশের অত্যাচা্রের শিকার হন।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সময় শুভেন্দু অধিকারী আইসি তুহিন বিশ্বাস তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগও তুলেছিলেন। কিন্তু হঠাৎ করেই গতকাল রাতেরবেলাই আইসিকে হাওড়া জিআরপিতে বদলি করা হয়েছে। আর থানার দায়িত্বে তমলুক কোর্ট ইনিস্পেক্টর সুমন রায়চৌধুরীকে আনা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আইসি তুহিন বিশ্বাসের শাসক দলের স্থানীয় নেতৃত্বের সাথে সম্পর্ক ভালো না থাকায় এই বদলি করা হয়েছে। যদিও জেলা পুলিশের এক কর্তার দাবী যে, এই বদলি নতুন কিছু নয় রুটিন মাফিক হয়েছে। অবশ্য এই নিয়ে শাসকদলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।