চয়ন রায়ঃ কলকাতাঃ বিধানসভার অধিবেশন থেকে বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন তিনি। একইসঙ্গে বললেন, জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাবেন।
এদিন অধিবেশনে নিজের বক্তব্যে মমতা জানান, “আমাকে বলেছে, আমি নাকি হিন্দুধর্মকে তাচ্ছিল্য করি। আর আমি মুসলিম লিগ করি। এত সংগ্রাম করার পর আমাকে এই জীবনে এসেও শুনতে হবে যে জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। আর বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। বাংলার মানুষকে বলব, যদি প্রমাণ করতে পারেন, একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব।”
Sponsored Ads
Display Your Ads Here
এরপরই বিরোধী দলনেতাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি মুখের ভাষায়, বিরোধী দলনেতা হিসেবে যে অভিযোগ করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাব। একথা আপনি বলতে পারেন কি না। আর যদি আমি জঙ্গি হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন।” পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে বলেন, “এখনও আমরা আছি বলে, বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরও বাংলা কিন্তু শান্ত আছে। এটা সর্বধর্মের মানুষের দান। আপনারা সীমান্তে গিয়ে উস্কেছিলেন। কিন্তু, ভুলে যাবেন না, বাংলা দেশের মধ্যে।”
Sponsored Ads
Display Your Ads Here