মহানায়ক উত্তম কুমার টলিউড কাঁপালেও বলিউডে সেভাবে সফল হননি। অনেক সাধ করে ‘ছোটি সি মুলাকত’ বানিয়েছিলেন। কিন্তু উত্তম কুমারের প্রথম হিন্দি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এই ঘটনার বহু বছর পর তিনি ‘দেশপ্রেমী’ নামে আরেকটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। বিপরীতে অমিতাভ বচ্চন ছিলেন। ১৯৮২ সালে অর্থাৎ উত্তম কুমারের মৃত্যুর দু’বছর পর ছবিটি মুক্তি পেয়েছিল। তবে উত্তম কুমার এই ছবির পুরো শুটিংও করে যেতে পারেননি। কিন্তু এই ছবির শুটিং ফ্লোরেই এমন কাণ্ড ঘটেছিল, যার কারণে অমিতাভ বচ্চন তাঁর পা ধরে ক্ষমা চেয়েছিলেন।

সময়টা সাতের দশকের শেষের দিক। মুম্বইতে দেশপ্রেমী ছবির মহরতে উত্তম কুমার হাজির। সাথে পুত্র গৌতম চট্টোপাধ্যায় ছিলেন। সেখানেই উত্তম কুমারের সাথে প্রথম অমিতাভ বচ্চনের দেখা হয়েছিল। আলাপের পর দু’জনে নানা আড্ডায় মেতে উঠেছিলেন। সাথে উত্তম কুমারকে স্পষ্ট জানিয়েছিলেন, “তিনি উত্তম কুমারের কত বড়ো ফ্য়ান।” তবে শুটিং শুরু হতেই সমস্যা তৈরী হলো।

সূত্রের খবর, মহানায়ক দেশপ্রমী ছবির প্রথম দিনের শুটিংয়ে সঠিক সময়েই পৌঁছেছিলেন। কিন্তু অমিতাভ বচ্চন প্রায় দু’ঘণ্টা পরে এসেছিলেন। আর তাই উত্তম কুমার বেশ বিরক্তই হলেও ব্যক্ত করেননি। তবে শুটিংয়ের সময় ধৈর্যর বাঁধ ভাঙল। ক্যামেরা চালু হতেই অমিতাভ বচ্চন বার বার সংলাপ বলতে ভুল করলেন। রিটেকের পর রিটেক। অমিতাভ বচ্চনের এমন কাণ্ডে উত্তম কুমার রেগে ফ্লোর ছেড়ে মেকআপ রুমে চলে গেলেন।
Sponsored Ads
Display Your Ads Here
অমিতাভ বচ্চন নিজের ভুল বুঝতে পেরে, উত্তম কুমারের মেকআপ রুমে গিয়ে ঢুকলেন। আর পা ধরে ক্ষমা চেয়েছিলেন। পাশাপাশি বলেছিলেন, “আপনার মতো এত বড়ো অভিনেতা হতে পারব না। তাই আপনি সামনে থাকায় নার্ভাস হয়ে পড়েছিলাম।” বিগ বির মুখে এমন কথা শুনে উত্তম কুমার সব বিরক্তি ঝেরে ফেলে অমিতাভ বচ্চনকে বুকে আগলে ধরেছিলেন।













