নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার গাংনাপুর থানার অনন্তপুর এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে ছুরি মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
প্রায় দু’বছর আগে গোপালনগর থানার মাঝের গ্রাম এলাকার বাসিন্দা রিয়া বিশ্বাসের রিপন বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়। বিবাহের পর দাম্পত্য জীবনে তেমন অশান্তি ছিল না। কিন্তু এদিন হঠাৎ রিপন ছুরির আঘাতে অন্তঃসত্ত্বা রিয়াকে খুন করে। আর রিয়ার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দরজা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করেন। তবে দরজা বন্ধ থাকায় জানলা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখা যায় রিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপর এই ঘটনায় গাংনাপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রিপনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি স্পষ্ট হবে।