নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ এবার নদীয়ার চাপড়া থানার অন্তর্গত গোখুরাপোতা গ্রামের সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী চড়া সুদে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় আত্মঘাতী হলেন। মৃতের নাম মকবুল হোসেন। গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী হওয়ায় মানুষ মকবুল হোসেনকে সমীহ করত। কিন্তু সেই ব্যক্তির এমন পরিণতি হবে, তা যেন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এখন গ্রামের মধ্যে দুষ্কৃতীরাজ চলছে। এক দল যুবক চড়া সুদে ঋণ দিচ্ছে, যা শোধ করতে গিয়ে গ্রামবাসীদের কালঘাম ছুটে যাচ্ছে। আর কয়েক মাস আগে মকবুল পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ঋণ নিয়েছিলেন। যার পরিবর্তে ওই দুষ্কৃতী দল মকবুলের কাছ থেকে এক বিঘা জমি জোরপূর্বক ছিনিয়ে নেয়।

- Sponsored -
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে একদল দুষ্কৃতী মকবুলের বাড়িতে এসে তাকে তুলে নিয়ে যায়। এমনকি মারধরও করে। আর এরপরই আজ মকবুল আত্মঘাতী হন। আর সুইসাইড নোটে দুষ্কৃতীদের নাম লিখে যান। এদিকে, এদিন পুলিশ খবর পয়ে মৃতদেহ উদ্ধার করতে এলে বাসিন্দারা বিচারের দাবীতে বিক্ষোভ দেখান। তবে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে।