ব্যুরো নিউজঃ উগান্ডাঃ অভাবের সংসারে পাঁচ বারই যমজ সন্তান জন্ম দেওয়ার পর স্বামী গোটা বিষয়টি ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এই অস্বাভাবিক ঘটনাটি উগান্ডায় ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, পরিচারিকা স্ত্রী গ্লোরিয়া নবতম সন্তানদের জন্ম দেওয়ার পরই স্বামী ভর্ৎসনা শুরু করেন। আর স্পষ্ট ভাবে জানিয়ে দেন, “এতো সন্তানের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।” তাই গ্লোরিয়াকে সেখানেই রেখেই চলে গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
কিন্তু স্বামী ছেড়ে গেলেও গ্লোরিয়া জীবনযুদ্ধে হেরে যেতে একেবারে নারাজ। এদিকে আগেই দশ সন্তানদের মধ্যে এক জন মারা গিয়েছে। বড়ো সন্তানদের কেউ কেউ স্বাবলম্বীও হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
সুতরাং গ্লোরিয়া জানিয়েছেন যে, “স্বামী সন্তানদের অপছন্দ করলেও কোনো অনুশোচনা নেই। বরং নিশ্চিত, ঈশ্বরই তাদের দেখাশোনা করবেন।”
Sponsored Ads
Display Your Ads Here