নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ স্ত্রীর করা বিবাহবিচ্ছেদের মামলায় স্বামী রাজি না হওয়ায় স্ত্রীকে ডিভোর্সের পিটিশন তুলতে অনুরোধ করেছিলেন। কিন্তু স্ত্রী তা মানায় তার বাড়ির সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। কর্ণাটকের বেঙ্গালুরুতে এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মঞ্জুনাথ। বয়স ৩৯ বছর। পেশায় গাড়িচালক।
সূত্রের খবর, ২০১৩ সালে মঞ্জুর বিয়ে হয়। ন’বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী-সন্তান থাকতেন। তবে দু’বছর দম্পতির মধ্যে মনোমালিন্য হওয়ায় আলাদা থাকছিলেন। দু’জনেই বিচ্ছেদের মামলা করেছিলেন। কিন্তু সম্প্রতি মঞ্জু মত পরিবর্তন করে স্ত্রীকে একসঙ্গে থাকার কথা জানালে সে তাতে রাজি হয়নি। এরপর গতকাল মঞ্জু স্ত্রীর বাড়িতে গিয়ে কথা বলতে চান। আর জানান, “স্ত্রী যেন ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নেন।” তবে ওই মহিলা বিচ্ছেদ চান। আর এ নিয়ে কোনো আলোচনা করতেও রাজি নন।
ওই কথা শোনার পরেই মঞ্জু গাড়ির দিকে এগিয়ে গিয়ে পেট্রোল নিয়ে নিজের সারা গায়ে ঢেলে স্ত্রীর বাড়ির দরজার সামনে গায়ে আগুন লাগান। তারপর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। আর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে, মঞ্জুর মা-বাবা মঞ্জুর মৃত্যুর জন্য বৌমাকে দায়ী করে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।