নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে এক দম্পতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় হইচই শুরু হয়ে যায়। মৃত ব্যক্তির নাম ভাস্কর গিরি। বয়স ৪৯ বছর ও মহিলার নাম দুর্গা গিরি। বয়স ৪৩ বছর। বাড়ি রামনগর দু’নম্বর ব্লকের মন্দারমণি উপকূল থানার রামচন্দ্রনপুর গ্রামে। ভাস্করবাবুর গ্রামেই ভাস্কর গিরির পানের বরজ রয়েছে। এছাড়া কাঁথির পিছাবনি বাজারে পানের ব্যবসাও রয়েছে।
জানা যাচ্ছে, এদিন স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বচসা শুরু হয়। এরপর ভাস্করবাবু বাড়ির দরজা বন্ধ করে দেন। আর রাতেরবেলা ১১ টা ৩০ মিনিট নাগাদ দুর্গা দেবীকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে নিজে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েন। এরপর ভাস্করবাবু ও দুর্গা দেবীর ছেলে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে সবাই জড়ো হন। তারপর মন্দারমণি উপকূল থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর ঘরে ঢুকতেই দেখা যায় দুর্গা দেবী ঘরের মেঝেতে পড়ে আছে। আর তার রক্তাক্ত দেহের উপর কাটারি পড়ে রয়েছে। এবং ভাস্করবাবু ঝুলছেন। এরপর পুলিশ মৃতদেহ দু’টি কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, ভাস্করবাবু দুর্গা দেবীকে কাটারি দিয়ে কোপানোর পর নিজে আত্মঘাতী হয়েছেন। তবে এই ঘটনার নেপথ্যে পারিবারিক অশান্তি না অন্য কোনো কারণ রয়েছে, তা জানতে পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here