নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ বড়ো বড়ো ইট ভাটা। প্রতিদিন প্রচুর ইট তৈরীও হচ্ছে। কিন্তু তার আড়ালেই রাখা আছে অবৈধ কয়লা। দীর্ঘদিন থেকে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি সংলগ্ন এলাকায় ইট ভাটার আড়ালে বেআইনী কয়লার কারবার চলছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন ইসিএলের নিরাপত্তারক্ষী ও সিআইএসএফ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩৮১ টন কয়লা বাজেয়াপ্ত করে।
এলাকাবাসীদের দাবী, “ইট ভাটার আড়ালে বেআইনী ভাবে কয়লার কারবার চলছিল।” বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তীর অভিযোগ করেছিলেন, “তৃণমূলের ছত্রছায়ায় ইট ভাটার আড়ালে কয়লার কারবার চলছে। অন্যদিকে ইসিএলের সিকিউরিটি ইন্সপেক্টর অশোক দাস জানান, “ইট ভাটা কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় ৩৮১ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here