নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ গতকাল রাতে কেরলের নীলেশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান চলাকালীন তীব্র শব্দে বাজির গুদামে বিস্ফোরণ হয়ে প্রায় ১৫০ জনেরও বেশী মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত আট জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। বিস্ফোরণের পর গোটা এলাকা নিমেষে ধোঁয়ায় ঢেকে যায়। এমনকি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এলাকা কেঁপে ওঠে।
সূত্রের খবর, এদিন মন্দিরে প্রচুর মানুষের ভিড় ছিল। মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল। ওই সময় একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন বাজির গুদামের দিকে চলে যায়। আর তা থেকেই বাজির গুদামে আগুন ধরে যায়। এরপর মুহূর্তের মধ্যে ওই আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। তারপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারও ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর আহতদের উদ্ধার করে কান্নুর, মেঙ্গালুরু এবং কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু আগুন লাগার কারণ সঠিক ভাবে কিছু জানানো হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ভিড়ের মধ্যে এই ধরণের ঘটনায় সকলে আতঙ্কিত হয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here