ব্যুরো নিউজঃ হংকংঃ আজ দুপুরবেলা হংকং এর কজওয়ে বের কাছে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনের নীচের তলায় ইউটিলিটি রুমে ভয়াবহ আগুন লাগে। এই আগুন লাগার কারণে আহত হয়েছেন প্রায় ১৩ জন। আর একশোরও বেশী মানুষ ৩৮ তলা ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কমপক্ষে দেড়শো জনকে উদ্ধার করা হয়েছে। ট্রেড সেন্টারের দোকানদার ও অফিসকর্মীদেরও বার করে আনা হয়েছে। এছাড়া আশেপাশের সড়কগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে।
দমকল বাহিনী এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুটি ওয়াটার জেটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করেন। এই আগুন লাগার ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। চারিদিকে কুণ্ডলীকৃত ধোঁয়া দেখে পথ চলতি মানুষ রিতীমতো ঘাবড়ে গিয়েছেন।